সবচেয়ে বেশি কাজ আমি করি : শমিতা

৩১ অক্টোবর ২০২১

‘বিগ বস ১৫’-এর প্রতিযোগী শমিতা শেঠিকে রিয়েলিটি শোয়ের সঞ্চালক সালমান বলেন, ‘নিজেকে কি রানি ভাবো?’

উত্তরে ‘মহব্বতে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘তো আমি কী করবো? আমি এভাবেই বড় হয়েছি। আপনাকে একটি বিষয় বলতে চাই, এই হাউজে সবচেয়ে বেশি কাজ আমি করি। সত্যি, এটি বিরক্তিকর।’

তবে শমিতার উত্তরের ধরণ মোটেও পছন্দ হয়নি ভাইজানের। রাগান্বিত ভঙ্গিতে তিনি বলেন, ‘আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। যদি পারতাম পুরো পর্বেই চুপ থাকতাম। সবচেয়ে ভালো হয় যদি না আসি।’


মন্তব্য
জেলার খবর