দারুণ সময় পার করছে ইংল্যান্ড ক্রিকেট দল। ব্যাট-বলে অসাধারণ নৈপূণ্য দেখাচ্ছে দলটি। শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ উইকেটে হারারিয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়াকে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে যায় অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে হয় তাদের। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে। সংগ্রহ করে ১২৫ রান। সর্বোচ্চ ৪৪ রান করেন অ্যারন ফিঞ্চ। এছাড়া ডেবিড ওয়র্নার ১, স্টিভেন স্মিথ ১, ম্যাক্সওয়েল ৬, ম্যাথিউ ওয়েড ১৮, অস্টোন আগার ২০, পেট কিউমিনস ১২, স্টার্ক ১৩ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে একটুও বেগ পেতে হয়নি ইংলিশদের। অজি বোলারদের উপার যেন চড়াও হয়। মাত্র ১১.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। এ রান করতে মাত্র দুই উইকেট খোয়ায় তারা। সর্বোচ্চ ৭১ রান আসে জস বাটলারের ব্যাট থেকে। ৩২ বলে ৫ চার ও ৫ ছয়ের মারে তিনি এ রান করেন।
এছাড়া জেসন রয় ২২, ডেভিড মিলান ৮, জনি বের্স্টো ৯ রান করেন।
আরআই