রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়

৩১ অক্টোবর ২০২১

টি-টোয়েন্টি ফরমেটে ১৪৩ রানের লক্ষ্যটা খুব বড় নয়। বলতে গেলে মামুলি লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে গায়ের ঘাম বেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। এক পর্যায়ে হারতেই বসেছিল তারা। কিন্তু শেষ ওভারে তাণ্ডব চালিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেভিড মিলার। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।

 

শনিবার সুপার টুয়েলভে টস ভাগ্য পক্ষে ছিল প্রোটিয়াদের। টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় তারা। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে। সংগ্রহ করে ১৪২ রান। এ রান করতে গিয়ে ৯ উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৭২ রান করেন নিশানকা। ৫৮ বলে ৬ চার ও ৩ ছয়ের মারে এ রান করেন তিনি।

 

এছাড়া কুশল পেরেরা ৭, আশালাঙ্কা ২১, অভিশকা ৩, হাসারাঙ্গা ৪, শানাকা ১১ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন তাবরিজ শামসি ও প্রিটোরিয়াস। এছাড়া ২টি উইকেট নেন এনরিক।

 

লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার বোলিং তোপে প্রচণ্ড চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪৯ রানেই পড়ে যায় ৩ উইকেট। কুইনটক ডি কক, রিজা হেনড্রিকস ও ডুশেন যথাক্রমে ১২, ১১ ও ১৬ রান করে আউট হন। তবে ক্রিজে থিতু হয়ে থাকেন বাভুমা। তার ব্যাট থেকে আসে অনবদ্য ৪৬ রান। এছাড়া মার্করাম ১৯, ডেভিড মিলার ২৩ ও রাবাদা ১৩ রান করেন। ১৯.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

 

শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা ৩টি ও দুশমন্ত চামিরা ২টি উইকেট নেন।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা—দুটি দলই তিনটি ম্যাচ খেলে ফেলেছে। তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। অন্যদিকে দুই হারের বিপরীতে একটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর