বিটিসিএল ১০০ জনের বিশাল নিয়োগ

৩১ অক্টোবর ২০২১

টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) বিশাল নিয়োগ বিজ্হপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র সহকারী ম্যানেজার (কারিগরি) পদে মোট ১০০ জনকে নিয়োগ দেবে। আবেদন করা যাবে অনলানেই। আবেদনের শেষ তারিখ ২৪ নভেম্বর, ২০২১।

আগ্রহী প্রার্থীকে দেশের স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডেটাকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা পাস

হতে হবে। সিজিপিএ নূণ্যতম ২.৫ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

 

২০২০ সালের ২৫ মার্চ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছর মধ্যে হতে হজবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিল করা হয়ছে। বিটিসিএলে অন্য পদে চাকরি করছেন এমন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ৫০ বছর পর্যন্ত।

 

বেতন: ২২,৪০০- ৫৬,৬০৪ টাকা। আবেদন করতে ভজিট করুন www.btcl.gov.bd এই ঠিকানায়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর