বেড়েছে শনাক্ত, কমেছে মৃত্যু

৩১ অক্টোবর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায়  বেড়েছে। তবে কমেছে মৃত্যু সংখ্যা।  শনাক্ত হয়েছে ২১১ জন, মারা গেছেন ছয় জন। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ১৬৬ জন, মারা যায় আট জন। রোববার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে  এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৬৮ জন। ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন সুস্থ হয়েছেন। ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১৬।

গত ২৪ ঘণ্টায়  ১৭ হাজার ৫৮টি নমুনা সংগৃহীত হয়েছে, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২২৬টি। ১ দশমিক ২২ শতাংশ নমুনায় এ রোগের উপস্থিতি পাওয়া গেছে। সুস্থ হয়েছেন ২৭৬ জন।

এমকে


মন্তব্য
জেলার খবর