এবার ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

২১ ফেব্রুয়ারী ২০২২

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা যেন থামছেই না। বরং ক্রমশ বাড়ছে। আমেরিকাসহ ইউরোপের একাধিক দেশ দাবি করে যাচ্ছে, রাশিয়া ইউক্রেনে হামলা করবেই। রাশিয়া অবশ্য তা হেসে উড়িয়ে দিচ্ছে। এদিকে ইউক্রেন সীমান্তে মোতায়েন বিশাল বাহিনীর একটা অংশ সরিয়ে নিয়েছে মস্কো। তাতেও উত্তেজনা কমছে না।

 

এর মধ্যেই নিজেদের নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলল ভারত। জারি করল নির্দেশিকা। এমনকি সেখানে পাঠরত ভারতীয় শিক্ষার্থীদেরও সেদেশ ছাড়তে বলা হয়েছে। যদি না কারও থাকা ‘আবশ্যক হয়।

 

নির্দেশিকায় বলা হয়েছে, বাণিজ্যিক বা চার্টার্ড যেমন বিমানই পাওয়া যাচ্ছে তাতে করেই যেন ইউক্রেন ছাড়েন ভারতীয় নাগরিকরা। কারণ যে কোনো মুহূর্তে দেশটিতে আক্রমণ করতে পারে রাশিয়া। গত কয়েক দিনে এ নিয়ে দ্বিতীয় নির্দেশিকা জারি করল ইউক্রেনের ভারতীয় দূতাবাস।

 

প্রথম নির্দেশিকায় পড়ুয়াদের ইউক্রেন ছাড়ার কথা বলেছিল ভারত। টাটা সংস্থার এয়ার ইন্ডিয়া আগামী ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি তিনটি বিশেষ বিমান চালু করবে। ইউক্রেনের বৃহত্তম বিমানবন্দর বরিস্পিল থেকে ভারতীয়দের নিয়ে বিমান তিনটি ভারতে ফিরবে। বর্তমান পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে। সেখানে এ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর