নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার ও বাসযাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫জন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের নিয়ামতপুর মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর বিভাগীয় শহরের পার্কপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে তহিদুল ইসলাম (৪০) ও দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মল্লিকপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে মঞ্জুর আলী (৫৯)। তহিদুল ইসলাম অ্যাম্বুলেন্সের চালাতেন। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় ফাহিম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো জ-১৪-০১৯৪) তহিদুল ইসলামকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে ধানের ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তহিদুল ইসলাম ও বাসটির যাত্রী মঞ্জুর আলীর মারা যান। ঠাকুরগাঁও থেকে বগুড়া যাচ্ছিল বাসটি। লাঞ্চ শেষে অফিসে ফেরার পথে তহিদুলকে বাসটি ধাক্কা দেয় বলে জানান মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফারুক।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম জানান, বাসটির চালক পালিয়ে গেছে। লাশ থানায় নেয়া হয়েছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে।
মহিনুল ইসলাম সুজন/এমকে