মন্তব্য
বাংলাদেশের যাত্রীদের ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করায় ২ নভেম্বর থেকে পুনরায় মালয়েশিয়াগামী ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে চারদিন ঢাকা থেকে কুয়ালালামপুরে যাবে ফ্লাইট। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহের প্রতি রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্লাইট। আর শনিবার, সোমবার, বুধবার ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করবে ফ্লাইট।
প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের কারণে গত ৭ মে থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিল বিমানের। যদিও মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে কোনো বাধা ছিল না যাত্রীদের।
এমকে