টিকা নিতে জন্মনিবন্ধন কার্ড লাগবে শিক্ষার্থীদের

৩১ অক্টোবর ২০২১

করোনার টিকা নিতে জন্মনিবন্ধন কার্ড লাগবে ১২-১৭ বয়সী শিক্ষার্থীদের। টিকাদান কেন্দ্রে আসতে হবে এ কার্ডসহ টিকা কার্ড নিয়ে। আগামীকাল (১ নভেম্বর) থেকে তাদের টিকা দেয়া শুরু হচ্ছে। রোববার ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান  স্বাস্থ্য অধিদফতরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হক।

ডা. শামসুল হক বলছিলেন, এনআইডি (জাতীয় পরিচয়পত্র) না থাকায় এ বয়সের শিক্ষার্থীরা জন্মনিবন্ধনের মাধ্যমে এ তালিকায় (টিকাদান কর্মসূচি) অন্তর্ভুক্ত হতে পারবে। রেজিস্ট্রেশন ছাড়া কোনো টিকা দেয়া হবে না, কারণ এতে টিকা গ্রহণ সংক্রান্ত সার্টিফিকেট দেয়া সম্ভব হবে না। তিনি জানান, শুরুতে রাজধানীর ৮টি কেন্দ্রে এ টিকা দেয়া হবে। যদিও ১২টি কেন্দ্রে টিকা দেয়ার কথা ছিল, কিন্তু পর্যাপ্ত সুবিধা না থাকায় চারটি বাতিল করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ডা. শামসুল আলমের ভাষ্যানুযায়ী, এ আটটি কেন্দ্রে নির্বাচিত প্রতিষ্ঠানের পাশাপাশি আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষার্থীরা টিকা নিতে পারবে। প্রতিটি কেন্দ্রে ২৫টি বুথ করা হয়েছে। প্রতিদিন ৪ থেকে ৫ হাজার শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।পরবর্তীতে ঢাকা শহরসহ আরো প্রায় ২২টি জেলায় এ  টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রস্তুতি চলছে পর্যায়ক্রমে সারাদেশে প্রতিটি জেলায় এ কর্মসূচি সম্প্রসারিত করার।

 

এমকে


মন্তব্য
জেলার খবর