মন্তব্য
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে 'স্যালন দ্যু চকোলেট' ট্রেড শো'র ২৬তম আসরে তারকারা চকোলেটের তৈরি বিভিন্ন ডিজাইনের জামা পরে হাজির হয়েছেন মঞ্চে।
কারো জামার কারুকাজ করা হয়েছে চকোলেট দিয়ে, আবার কারো পুরো পোশাকটাই চকোলেটের তৈরি।
এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য 'পুনর্জন্ম'। যেটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চকলেটিয়ার, প্যাটিসিয়ার, মিষ্টান্ন, কোকো উৎপাদনকারী দেশসহ অন্যান্য কারিগরদের মিলন মেলা।