মন্তব্য
অভিনেতা শত্রুঘ্ন সিনহা বলেছেন, আমার মেয়ে সোনাক্ষী সিনহা এবং দুই ছেলে লব এবং কুশ সিনহা কখনও ড্রাগ নেওয়ার মতো পাপ কাজ করেননি। আমি সব সময়ই মাদক এবং তামাককে এড়িয়ে চলার কথা বলি’।
তিনি আরও বলেন, ‘এই ব্যাপারে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার ছেলেমেয়ে লব-কুশ এবং সোনাক্ষীর বেড়ে ওঠা খুব ভালো মতো হয়েছে। ওদের নিয়ে আমি গর্ব বোধ করি। এই ব্যাপারে ওদের নিয়ে না কখনও শুনেছি, না কখনও দেখেছি। ওদের এসব কোনও হালচাল নিয়েও শুনিনি’।
এনডিটিভি ইন্ডিয়া