যেকোনো মুহূর্তে রাশিয়া ইউক্রেন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করে আসছে আমেরিকাসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। রাশিয়া অবশ্য ইউক্রেন থেকে বেশ কিছু সেনা সরিয়ে নিয়েছিল। কিন্তু তারপরও উত্তেজনা কমছে না।
এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে হামলা না চালানোর শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসতে রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্স দুই শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক আয়োজনের প্রস্তাব করেছে। খবর বিবিসি।
মার্কিন গোয়েন্দা তথ্য মতে, ইউক্রেনে হামলা চালানোর সবধরনের প্রস্তুতি নিয়েছে রাশিয়া। তবে মস্কো বরাবরই এ মার্কিন দাবি প্রত্যাখান করে আসছে।
ইউক্রেন সংকট নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জো বাইডেনের সাথে ১৫ মিনিটের ফোনালাপ হয়। সেই সূত্র ধরেই হোয়াইট হাউজ থেকে জানানো হয়, শর্ত সাপেক্ষে পুতিনের সাথে আলোচনায় বসতে রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর কবে, কোথায় পুতিন-বাইডেন আলোচনায় বসতে পারেন সে বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার জানানো হবে। এমনটাই জানানো হয়েছে ফরাসি প্রেসিডেন্টর কার্যালয় থেকে।
আরআই