মন্তব্য
রাশিয়ার ২৪ বছরের ক্রিস্টিনা আজটেক মাত্র এক বছরের মধ্যে ২১ সন্তানের মা হয়েছেন। তার স্বামী জর্জিয়ার কোটিপতি গৈলপ।
এই দম্পতি গত বছর মার্চ থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সারোগেসি করে মা-বাবা হয়েছেন। এর জন্য তারা ১ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার টাকা খরচ করছেন।
এই ২১ সন্তান সামলানোর জন্য তার ১৬ জন ন্যানি বা আয়া রয়েছে। ২৪ ঘণ্টাই ডিউটি করেন। এর জন্য তাদের ৭২ লাখ টাকারও বেশি খরচ হয়।
ডেইলি মেইল