মন্তব্য
চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী বলেছেন, নারীদের এগিয়ে যাওয়া আমাকে আনন্দ দেয়। যেখানে নারীদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, সেখানে আমার সহায়তা থাকবে। আমি নারীদের যেকোনো উদ্যোগকে স্বাগত জানাই।
সম্প্রতি রাজধানীর ফার্মগেটে আনুশে'স সেলুন অ্যান্ড মেকওভার নামে একটু নারডের সেলুনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকাই ছবির এই শীর্ষ পর্যায়ের নায়িকা।
বুবলী বলেন, এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা। কোনো নারী যখন স্বাবলম্বী হয়ে ঘরে-বাইরে এগিয়ে যান, দেখে খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। তার সাফল্যের ধারা বজায় থাকুক।