নিজেকে সত্যিই বড় সুখী মনে হয় : পরীমণি

০১ নভেম্বর ২০২১

ঢাকাই সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘‘এই যে আমি ‘গুনিন’ এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হইহুল্লোড়, সন্ধ্যা থেকে লেট নাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিং জয়েন করলাম।

দারুন একটা সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়। শুকরিয়া।”


মন্তব্য
জেলার খবর