বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার চেষ্টা চালানোয় সম্মতি

০১ নভেম্বর ২০২১

অর্থপূর্ণ এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার চেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছেন বিশ্বের ধনী দেশগুলোর নেতারা। সম্মেলনের বিবৃতিতে এ বছরের শেষ নাগাদ বিশ্বের বিভিন্ন দেশে কয়লা প্রকল্পগুলোতে অর্থায়ন বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি সম্মেলনের সমাপণী বক্তব্যে বলেছেন, জি-২০’র সব দেশই এই শতাব্দির মাঝামাঝি নাগাদ কার্বন নিঃসরণ শুন্যে নামিয়ে আনার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

কপ২৬ আয়োজক দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন পদক্ষেপ ছাড়া প্রতিশ্রুতি ‘ফাঁপা শোনাতে শুরু করেছে। এসব প্রতিশ্রুতি দ্রুত উষ্ণ হতে থাকা সমুদ্রে পড়ছে।’

বিবিসি


মন্তব্য
জেলার খবর