মন্তব্য
রাস্তা থেকে সস্তায় কেনা একটা আংটি পুরোনো জিনিসপত্রের সঙ্গে ময়লার ঝুড়িতে ফেলতে যাচ্ছিলেন ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক নারী ।
ফেলার আগে এক প্রতিবেশীর পরামর্শে আংটির দাম যাচাই করেন। জানতে পারেন আংটির দাম ২৩ কোটি টাকারও বেশি।
৩৪ ক্যারাটের ওই হীরার আংটি বর্তমানে লন্ডনের ডায়মন্ড কোয়ার্টার হ্যাটন গার্ডেনের রাখা হয়েছে।