১০-এর পর ৮ উইকেটে হারের লজ্জা ভারতের

০১ নভেম্বর ২০২১

পাকিস্তান ম্যাচের পুনঃসম্প্রচার। গত রবিবারের মতো এই সপ্তাহে ফের অস্তাচলে ভারতীয় ব্যাটিং। বল হাতে নিউজিল্যান্ডকেও চাপে ফেলতে পারলেন না যশপ্রীত বুমরারা।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ‍নিউজিল্যান্ড। এর আগে বিরাটদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল দেশটি। এ হারের ফলে কার্যত বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে পড়েছে তারা। সেমিফাইনালে হয়ত যাওয়া হবে না রেন্ডিয়াদের। নিজ দেশে ফিরে যাওয়া লাগতে পারে।  

 

লোকেশ রাহুলের সঙ্গে রোহিত শর্মা নন, রবিবার নেমেছিলেন ঈশান কিশন। তবে ব্যর্থ হন তরুণ উইকেটরক্ষক। ৮ বলে ৪ রান করে ফেরেন তিনি। ভারতের মাত্র তিন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১০০-র উপরে। লোকেশ রাহুল তাদের মধ্যে একজন। ১৬ বলে ১৮ রান করেন তিনি।

 

রোহিত শর্মা নেমে এবারেও প্রথম বলেই আউট হতে পারতেন। অ্যাডম মিলান সহজ ক্যাচ ফেলে দেওয়ায় লাইফ পান। কিন্তু কাজে লাগাতে পারেননি। দলকে বেশিদূর এগিয়ে নিতে পারেননি সাবেক এই অধিনায়ক। ১টি ছয়ের মারে ১৪ বলে ১৪ রান করেন তিনি। ১৭ বলে ৯ রান করে সাজঘরের পথ ধরে ইয়াশ। সোধির বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর আসাযাওয়ার মধ্যে ছিল ভারতের ব্যাটসম্যানরা। ঋষভ পন্থ করেন ১২ রান। হার্দিক পাণ্ডে ও রবীন্দ্র জাডেজার ব্যাট জ্বলে উঠলেও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তা ছিল অপ্রতুল। ২৪ বলে ২৩ রান করেন হার্দিক। জাডেজা অপরাজিত থাকেন ২৬ রানে। রানের খাতাই খুলতে পারেননি শার্দূল ঠাকুর। শেষ ওভার অবদি খেলে ১১১ রান করে তারা। এ রান তুলতে গিয়ে ৭ উইকেট হারায় শচিনের উত্তরসূরীরা।

 

নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করেছেন বোল্ট। সোধি নেন দু’টি উইকেট। একটি করে উইকেট নেন অ্যাডম মিলান ও টিম সাউদি।

 

লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বোলিংদের পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। ১৭ বলে ২০ রান করে মার্টিন গাপটিল ফিরলেও দলকে সহজ জয়ের পথে এগিয়ে নিয়ে যান ড্যারিল মিচেল। ৩৫ বলে ৪৯ রান করেন তিনি। মাত্র ১ রানের জন্য অর্ধশত রান ছুতে পানেনি। তিনি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে না পারলেও সেই কাজটা করেন উইলিয়ামসন। ৩১ বলে ৩৩ রান করেন তিনি। ভারতের হয়ে দু'টি উইকেট নেন বুমরা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর