আইপিএলের কারণে বিশ্বকাপে হার, বললেন বুমরা

০১ নভেম্বর ২০২১

পর পর দুই ম্যাচে ব্যর্থ বিরাট কোহলীরা। পাকিস্তানের বিরুদ্ধে ১৫১ রান করেছিল ভারত। রোববার থেমে যেতে হল ১১০ রানে। আইপিএলের কারণেই এমন দশা বললেন যশপ্রীত বুমরা। ম্যাচ পরবর্তী সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

বুমরা বলেন, “বিশ্রামের দরকার হয়। টানা ছ’মাস খেলা সহজ কথা নয়। পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন হয়। সেটা মনের মধ্যে চলতে থাকে। কিন্তু মাঠে নামলে সেটা ভাবলে চলে না। বিসিসিআই চেষ্টা করেছে আমাদের সাহায্য করতে। কিন্তু সূচি কী হবে সেটা আমাদের হাতে থাকে না। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকলে মানসিক ক্লান্তি আসেই। কিন্তু কিছু করার নেই।”

 

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রানের প্রয়োজন ছিল উল্লেখ করে বুমরা বলেন, “এই পিচে শেষে ব্যাট করা সহজ। তাই ১০-২০ রান বেশি করার চেষ্টা ছিল আমাদের। বোলারদের সাহায্য করার জন্যই সেটা করতে চেয়েছিল ওরা। কিন্তু মারতে গিয়ে পর পর উইকেট হারাতে হয় আমাদের।”

 

আরআই


মন্তব্য
জেলার খবর