বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে চার বছরের এক কন্যা শিশু লালসার শিকার হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় মামলা হওয়ার পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশালপুর ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মোজাহার আলী মোজা (৫৫), সে সিংড়াপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই শিশুকে নানির কাছে রেখে ঢাকায় চাকরি করে তার পিতা-মাতা। ঘটনার দিন সকালের দিকে শিশুটিকে সঙ্গে নিয়ে তার নানি মাঠে মরিচের ক্ষেতে কাজ করতে যায়। দুপুরের দিকে শিশুটি একাই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। রাস্তার মধ্যে মোজাহার আলী মোজা শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এ সময় তার বাড়িতে পরিবারের অন্য সদস্যরা ছিল না। সেখানেই এ ঘটনা ঘটে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে সটকে পরে মোজা। সেখান থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিশুটির অবস্থার অবনতি দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির জন্য স্থানান্তর করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সেইসঙ্গে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
দীপক কুমার সরকার/এমকে