এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে আফগানিস্তান। ছোট দল হয়েও বড় বড় দলের বিপক্ষে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে তারা। রোববার নমিবিয়াকে ৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে যুদ্ধবিদ্ধস্ত দেশটি। এর আগে গত ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল তারা। আজ ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরেছে মোহাম্মদ নবীর দল।
চলমান বিশ্বকাপে আফগানিস্তানের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান গড়ে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন মোহাম্মদ শেহজাদ।
১৬১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯৮ রানেই থেমে যায় নামিবিয়া। আফগান বোলারদের সামনে রান তুলতে খুব ধুঁকতে হয় নামিবিয়াকে। কেউই ব্যাট হাতে ভালো করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন ডেভিড। বাকিরা কেউ ২০-এর ঘর পার করতে পারেননি। ব্যাটিং বিপর্যয়ে অল্পতেই থেমে যায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়া।
আরআই