বাংলাদেশ খুব, খুবই ভালো দল: অসি অধিনায়ক

০১ নভেম্বর ২০২১

বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে নাস্তানাবুদ করে ছেড়েছে। কিন্তু বিশ্বকাপে তার ছিটে ফোটাও দেখাতে পারছে না টাইগাররা।

 

পরপর তিন ম্যাচে হরের পর এবার মুখোমুখি হবে সেই অস্ট্রেলিয়ার। জয় ভিন্ন কিছুই ভাবছে না বাংলাদেশ। বিশ্বকাপে টিকে থাকতে হলে এর বিকল্প নেই। টিম অস্ট্রেলিয়ারও একই অবস্থা। বাংলাদেশকে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করতে চায়।

 

তবে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার সেই আতঙ্ক এখনও তাদের ভর করে আছে। টাইগারদের তাই তারা একটু সমীহের চোখেই দেখছে। টাইগারদের তারা শক্তিশালী দলের কাতারেই রাখল।

 

অসি তারকা বলেন, ‘আমাদের সামনে দুটি ম্যাচ, যেগুলোতে আমাদের জিততেই হবে। ইংল্যান্ডের বিপক্ষে আমাদের নেট রান রেটের বাজে অবস্থা হয়েছে, তাই আমাদের সেরা ফর্মে থাকতে হবে (সামনের ম্যাচগুলোয়)। বাংলাদেশ খুব, খুবই ভালো একটি দল। ওয়েস্ট ইন্ডিজও, তাদের দলে বিস্ফোরক ও অভিজ্ঞ ক্রিকেটার অনেক। এখন থেকে আমাদের চ্যালেঞ্জ সব ম্যাচই জয়ের, তবে আমরা সেটির জন্য মুখিয়ে আছি।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর