ভাগ্যিস! প্রতিবেশির দেয়া পরামর্শ গ্রহণ করেছিলেন। নচেৎ জানাই হতো না সস্তায় কেনা আংটিটার দাম ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মূদ্রায় ২৩ কোটি টাকার বেশি), আংটিটায় রয়েছে ১ পাউণ্ড কয়েনের চেয়ে বড় আকারের হীরা। আর আংটিটাও চলে যেতো রাস্তার পাশের ময়লার ঝুঁড়িতে। ব্যবহারের প্রতি আর আগ্রহ না থাকায় পুরানো অন্যান্য জিনিপত্রের সঙ্গে আংটিটা ময়লার ঝুঁড়িতে ফেলতে গিয়েছিলেন ৭০ বয়সের এক নারী। আর তখনই গহনাগুলোর মূল্য যাচাইয়ের পরামর্শ দেন তার এক প্রতিবেশি। ঘটনাটি ইংল্যান্ডের, আর ঘটেছে সম্প্রতি। শনিবার আন্তর্জাতিক একটি গণমাধ্যমে গুরুত্ব সহকারে ঘটনাটি তুলে ধরা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি কর্মজীবন থেকে অবসর নেয়া ওই নারীর। কয়েক বছর আগে রাস্তা থেকে আংটিটা সংগ্রহ করেছিলেন পুরানো গহনা বিনিময়ের সময়ে। কিন্তু নির্দিষ্টভাবে কোথায় থেকে আংটিটা কিনেছিলেন সেটাও স্মরণ করতে পারছেন না তিনি। আর যখন দাম যাচাইয় করলেন, তখন নিজের কানকেও সহজে বিশ্বাস করতে পারছিলেন না। লন্ডনে পাঠিয়ে ওই হীরার দাম যাচাই করেছে ইংল্যান্ডের নর্থ শিল্ডসের নর্থ টাইনসাইডে ফিটনবি’স নিলাম সংস্থা।
এ সংস্থায় কাজ করেন মার্ক লেন। বলছিলেন- এক ব্যাগ পুরানো গহনা নিয়ে এসেছিলেন ওই নারী। তার মধ্যে ৩৪ ক্যারাটের হীরাটি পাওয়া যায়। আগামী ৩০ নভেম্বর আংটিটা নিলামে তোলা হবে। বর্তমানে লন্ডনের ডায়মন্ড কোয়ার্টার হ্যাটন গার্ডেনে আংটিটা রাখা হয়েছে, নিলামের আগ পর্যন্ত সেখানেই থাকবে।
এমকে