লেনদেন কমেছে ৮৭ কোটির বেশি টাকা

০১ নভেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার তিন সূচকের প্রতিটির পয়েন্ট কমেছে। সেই সঙ্গে আগের কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ- ৮৭ কোটি ৪৫ লাখ টাকা। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর কমেছে ২২৬টির, বেড়েছে ১২২টির এবং  অপরিবর্তিত  থাকে  বাকি ২৭টির।

দিন শেষে ডিএসইএক্স সূচক  ৬১ দশমিক ৪১ পয়েন্ট কমে সাত হাজার দশমিক ৯৪ পয়েন্টে,ডিএসইএস সূচক আট দশমিক ৮৯ পয়েন্ট কমে এক হাজার ৪৭০ দশমিক ৪৯ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৩১ পয়েন্ট কমে দুই হাজার ৬২০ দশমিক ৫৯ পয়েন্টে  অবস্থান করে। লেনদেন হয় এক হাজার ৬৩৭ কোটি দুই লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৭২৪ কোটি ৪৫ লাখ টাকা।

রোববার লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও দুপুরে পর বিক্রির চাপ বৃদ্ধি পায়,  সঙ্গে পতন ঘটতে থাকে সূচকের। শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বেক্সিমকো ও দর বৃদ্ধির ক্ষেত্রে সাফকো স্পিনিং মিলস লিমিটেড তালিকার শীর্ষে থাকে। লেনদেন হয়  ১২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার, দর বৃদ্ধি পায় ২০ দশমিক ৭৯ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর