পুলিশের কাছে থেকে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল স্বজনরা

০১ নভেম্বর ২০২১

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তার পরিবারের সদস্যরা। এ হামলায় পুলিশের এক কর্মকর্তা ও সোসর্সসহ দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত পৌনে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার শহরতলীর ছোট কুমিড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসিম ও পুলিশের সোর্স অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মান্নান। আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম গালে ছুরিকাঘাত ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এটিএসআই নাসিম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি বগুড়ার সদর ফাঁড়ি পুলিশ দুই কেজি গাঁজাসহ ছোট কুমিড়া গ্রামের আজিজুলের মেয়ে শম্পাকে আটক করে। এ ঘটনায় মামলা হয়। সেই মামলার আসামি শম্পার স্বামীকে গ্রেফতারের জন্য রোববার রাতে সদর পুলিশ ফাঁড়ির একটি টিম ছোট কুমিড়া গ্রামে যায়। সেখানে পুলিশ শম্পার স্বামীকে না পেয়ে তার ভাই নয়নকে আটক করে। এ সময় তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে নয়নকে ছিনিয়ে নেয়। নয়ন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তাজমিলুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী পরিবারের কাউকে আটকের আগেই তারা পুলিশের সোর্স মান্নানের ওপর হামলা চালায়। এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একাধিক টিম এলাকায় অভিযান চালায়। পুলিশের ওপর হামলাকারী পরিবারটি বাড়ি ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর