মন্তব্য
করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন দুই জন। একই সময়ে নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়েছে ২১৪ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। এক দশমিক আট শতাংশ নমুনায় এ রোগের উপস্থিতি পাওয়া গেছে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফত বলছে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৭০ জন। ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন সুস্থ হয়ে ওঠেছেন। শনাক্তের হার ১৫ দশমিক ১৪। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি তিন লাখ ৬৯ হাজার ৬০৪টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৬০৯টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৭৩৪টি। মারা যাওয়া দুই জনই নারী, মারা গেছেন সরকারি হাসপাতালে। ঢাকা বিভাগের বাসিন্দা তারা।
এমকে