কাউকে ডাকাতি করতে দেয়া হবে না, রামপালে স্বরাষ্ট্রমন্ত্রী

০১ নভেম্বর ২০২১

অমিত পাল, রামপাল (বাগেরহাট):

দস্যুমুক্ত রাখার জন্য সুন্দরবনে র‌্যাবের একটি স্থায়ী ক্যাম্প তৈরী করার পরিকল্পনা সরকারের আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, পাশাপাশি  কোষ্টগার্ডকে শক্তিশালী করা হচ্ছে। এখানে কাউকে ডাকাতি করতে দেয়া হবে না। সোমবার  দুপুরে বাগেরহাট জেলার রামপাল উপজেলা চত্বরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)’র আয়োজনে দস্যুমুক্ত সুন্দরবন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও দক্ষ নেতৃত্বে সুন্দরবনকে দস্যুমুক্ত করা সম্ভব হয়েছে। শুধু এখানেই নয়, তাঁর দক্ষতা, প্রজ্ঞা, দিকনির্দেশনা ও দূরদর্শিতায় চট্রগ্রামসহ বিভিন্ন স্থানে জলদস্যুরা আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী সব সময় আত্মসমর্পনকৃত জলদস্যুদের ব্যাপারে খোজখবর নেন। তাদের কথা ভেবেই পুনর্বাসনের ব্যবস্থা করেছেন- নগদ অর্থ সহায়তা, বাড়িঘর, পণ্য সহকারে দোকান ও ইঞ্জিনচালিত নৌকা দিয়েছেন।

দূর্গাপূজায় বেশ কয়েকটি স্থানে সংহিসতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা চিন্তা করেন এ ধরনের একটা প্রক্রিয়া তৈরী করে, বিশৃঙ্খলা তৈরী করে সফল হবেন- সেই আশায় গুড়েবালি।  দেশকে নিয়ে আমরা ছিনিমিনি খেলতে দেবো না, আমরা এ শান্তির দেশকে  অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেবো না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে কোন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য  প্রস্তুত রয়েছে।

আত্মসমর্পনকৃত জলদস্যুদের উদ্দেশ্য স্বরাষ্ট্রমনন্ত্রী বলেন, আপনাদের জীবনযাত্রার জন্য যা যা প্রয়োজন, আমাদের র‌্যাব তার ব্যবস্থা করে দিয়েছে। যারা আলাদা চিন্তা ভাবনা করবেন, তাদের আবারও আইনের মুখোমুখি হতে হবে। এর আগে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ১০২ টি ঘর, ৯০ টি মুদি দোকান (মালামালসহ), ১২ টি  জাল ও নৌকা, ৮ টি ইঞ্জিন চলিত নৌকা, ২২৮ টি গবাদিপশু বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

র‌্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি মোঃ শামসুল হক টুকু, পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ, এমপি গ্লোরিয়া ঝর্না সরকার, খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন,  খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আঃ খালেক, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল কে এম আজাদ প্রমুখ। উপস্থিত ছিলেন এমপি পীর ফজলুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, রেঞ্জ ডিআইজি , র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল মোঃ মোস্তাক আহমেদ,  বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, বাগেরহাট পুলিশ সুপার মোঃ আরিফুল হক, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকতারা।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর