পঞ্চগড়ে ২৮টি ভ্যানের ব্যাটারি চুরি

২১ ফেব্রুয়ারী ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলায় একটি ব্যাটারি দোকান থেকে মোটর চালিত ২৮টি ভ্যানের ব্যাটারি ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি)  দিনগত রাতে হেলিপোর্ট বাজারের মায়ের দোয়া নামের  দোকানটিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাত ১০টার দিকে দোকানটি বন্ধ করে বাড়ি ফেরেন দোকানমালিক মোছাদ্দেক হোসেন। সোমবার সকালে দোকানের তালা কেটে চুরির খবর পান তিনি। মোছাদ্দেক হোসেন জানান, টাকাগুলো ড্রয়ারে ছিল। ঘটনাটি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, দোকানে চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

মো.সম্রাট হোসাইন/এমকে 

 


মন্তব্য
জেলার খবর