লেনদেন কমেছে প্রায় ৩৬২ কোটি টাকা

০২ নভেম্বর ২০২১

দিন শেষে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৬১ কোটি ৬২ লাখ টাকা। মিশ্র প্রবণতা দেখা গেছে সূচকের। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর কমেছে ২০৫টির, বেড়েছে ১৩৩টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৩৮টির।

লেনদেন হয় এক হাজার ২৭৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৬৩৭ কোটি দুই লাখ টাকা। সোমবার ডিএসইএক্স সূচক দুই দশমিক ৯০ পয়েন্ট কমে ছয় হাজার ৯৯৮ দশমিক শূন্য তিন পয়েন্টে, ডিএসইএস সূচক তিন দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭৪ দশমিক ৪৬ পয়েন্টে ও ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬২৫ দশমিক ৭০ পয়েন্টে  অবস্থান করে।

লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত থাকে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) কোম্পানি লিমিটেড  ও দর বৃদ্ধিতে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড তালিকার শীর্ষে ওঠে আসে ।  ১২৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৭১ শতাংশ ।

এমকে


মন্তব্য
জেলার খবর