মোদির জনসভাস্থলে বিস্ফোরণ মামলায় চার আসামির মৃত্যুদণ্ড

০২ নভেম্বর ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাস্থলে বিস্ফোরণের ঘটনায় করা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডসহ নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত থেকে খালাস পেয়েছেন এক আসামি। গত সপ্তাহে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ)  বিশেষ আদালত এ নয়জনকে দোষী সাব্যস্ত করা হয়।

দণ্ডিত বাকি আসামিদের মধ্যে দুই জনের যাবজ্জীবন, দুই জনের দশ বছর করে এবং এক জনের সাত বছরের জেল হয়েছে। ২০১৩ সালের ২৭ অক্টোবর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। মোদি সভাস্থালে পৌঁছানোর কিছুক্ষণ আগের এ ঘটনায়   ছয় জন নিহত এবং ৮৯ জন আহত হয়। হুঙ্কার র‌্যালিসহ এ সভার আয়োজন করেছিল বিজেপি। মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।

এ ঘটনার তদন্তে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (এসআইএমআই) এবং ইন্ডিয়ান মুজাহিদিন  বিস্ফোরণটি ঘটায়। তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয় বলে জানিয়েছে এনআইএ’র আইনজীবী এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর লালন প্রসাদ সিং। অভিযুক্তদের মধ্যে বাকি আরেকজন একজন শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে পাঠানো হয় বলেও জানান মি. সিং।

এমকে

 


মন্তব্য
জেলার খবর