বাটলারের সেঞ্চুরিতে সেমিতে ইংল্যান্ড

০২ নভেম্বর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে সোমবার রাতে শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংলিশরা। গ্রুপ-১ এর শীর্ষস্থানের রয়েছে দলটি। চার ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ২। সুপার টুয়েলভ পর্বে এখন পর্যন্ত একটি জয় পেয়েছে লঙ্কানরা। তা ছিল বাংলাদেশের বিপক্ষে।

 

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের যুতশই লক্ষ্য দিয়েছিল পিটাসনের উত্তরসূরীরা। এদিন দলের হয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন জস বাটলার। এবারের বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৬৭ বলে ৬ চার ও ৬ ছয়ের মারে সাজানো ছিল তার ইনিংসটি।

 

প্রথমে ব্যাট করতে নমে দলীয় মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। চতুর্থ উইকেট জুটিতে বাটলার ও মর্গান উইকেটে থিতু হযে যান। ওয়ান ডাউনে খেলতে নেমে বটালার চড়াও হন শ্রীলঙ্কান বোলারদের ওপর।

 

অধিনায়ক মর্গান ৩৬ বলে ৪০ রান করে তাকে যোগ্য সহায়তা দেন। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 

লক্ষ্য তাড়া করতে নেমে হোঁচট খায় শ্রীলঙ্কা। ৩৪ রানের মধ্যেই পড়ে যায় ৩টি উইকেট। প্রচণ্ড চাপে পড়ে যায়। তাদের দেখাদেখি বিদায় নেন আরো দুই ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেট জুটির দৃঢ়তায় লড়াইয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। যদিও শেষ পর্যন্ত পারেনি তারা। শ্রীলঙ্কার ইনিংস থামে ১৩৭ রানে। ইংল্যান্ডের কাছে ২৬ রানে হেরে যায় শ্রীলঙ্কা।

 

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া ভানুকা রাজাপাকসে ও দাসুন শানাকা ২৬ রানের দুটি ইনিংস খেলেন। মঈন আলী, আদিল রশিদ ও ক্রিস জর্ডান দুটি করে উইকেট নেন।  

 

আরআই


মন্তব্য
জেলার খবর