মন্তব্য
বিশ্বকাপে দুর্ভাগ্যে যেন পেয়ে বসেছে বাংলাদেশের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে খেলার প্রত্যয় নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা। কিন্তু ম্যাচ গড়ানোর সাথে সাথে তা ফিকে হতে বসেছে। সেমিফাইনালের দৌড় অনেকটাই ছিটকে পড়েছে বাংলাদেশ।
এখন যদি-কিন্তুর ওপর নির্ভর করছে লাল-সবুজের দলের সেমিতে খেলার আশা। আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে লড়াইয়ে নামবে টাইগাররা।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ২০১৭ সালের পর প্রথমবার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
আরআই