মৃত্যু ৯, শনাক্ত প্রায় ‍দুই হাজার

২১ ফেব্রুয়ারী ২০২২

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত  ৯ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৯৫১ জনের। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৬৭৪ জন। করোনা শনাক্ত হয় ছয় দশমিক ৯৪ শতাংশ নমুনায়। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯৭৪ জন, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৯৬৪টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬২।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৮ হাজার ৩১৮টি, পরীক্ষা হয়েছে ২৮ হাজার ৯৭টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ পাঁচ জন, আর নারী চার জন। বিভাগের মধ্যে ঢাকার  তিন জন এবং চট্টগ্রামের ছয় জন। সরকারি হাসপাতালে আট জন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর