দলীয় প্রতীকে কিছুটা সমস্যা থাকলেও সামনের ইউপি নির্বাচনে প্রার্থীতা উন্মুক্তের কোনো চিন্তাভাবনা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেটাই বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্য়ালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়টি জানান। নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের মাঝে ভার্চুয়ালি ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি উদ্যোগে।
ইউপি নির্বাচনে বিএনপির অংশ নেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, তারা প্রতীক না দিয়ে ঘোমটা পরে নির্বাচন করছে। মার্কা ছাড়া স্বতন্ত্র নির্বাচন করছে, সারা দেশেই প্রার্থী দাঁড় করাচ্ছে। প্রতীক না দিয়ে ঘোমটা দিয়ে মনোনয়ন বাণিজ্য করছে তারা।
অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সময় মতো সংবিধান মতো নির্বাচন হবে। কে এলো, এলো না- তাতে নির্বাচন বসে থাকবে না। বিএনপি প্রসঙ্গে বলেন, তারা ক্ষমতা দখলের পাঁয়তারা করছে, ১/১১ সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে। তাদের পৃষ্ঠপোষকতায় মাঝে মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত হয় বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এমকে