মৃত্যু ৩, শনাক্ত ২২৯

০২ নভেম্বর ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২২৯ জনের। এ রোগ থেকে সেরে ওঠেছেন ২১১ জন। এক দশমিক ১৪ শতাংশ নমুনায় এ রোগের উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার  স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনের। মারা গেছেন ২৭ হাজার ৮৭৩ জন। ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন সুস্থতা ফিরে পেয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি তিন লাখ ৮৯ হাজার ৬৩৫টি। শনাক্তের হার ১৫ দশমিক ১১।

 গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৪৮টি, পরীক্ষা হয়েছে ২০ হাজার ৩১টি। মারা যাওয়া তিন জনই নারী। তিন জনের মধ্যে ঢাকা বিভাগের দুই জন এবং বাকিজন চট্টগ্রাম বিভাগের। সরকারি হাসপাতালে দুজন এবং একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর