আ.লীগের মসিয়ূর লোহাগড়া পৌরসভায় মেয়র নির্বাচিত

০২ নভেম্বর ২০২১

ফরহাদ খান, নড়াইল:

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মসিয়ূর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে মেয়র পদে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মসিয়ূর রহমান পেয়েছেন ৯হাজার ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম (জগ প্রতীক) পেয়েছেন ৬হাজার ৬৬৭ ভোট। অপর প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মইন হাচান ১৯৩ ভোট পেয়েছেন। 

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোট নেয়া হয়। জেলায়  এবারই প্রথম ইভিএমে ভোট। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৩৭ জন।ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১১টি। এদিকে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে সব মিলে ৪০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর