বিষের কৌটা নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

০২ নভেম্বর ২০২১

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে হিজবুল্লাহ নামের এক যুবকের বাড়িতে বিষের কৌটা সঙ্গে নিয়ে অবস্থান করছে নবম শ্রেণী পড়ুয়া এ মেয়ে। বিয়ের দাবিতে অবস্থান করা মেয়েটির দাবি হিজবুল্লার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। মঙ্গলবার দুপুরের পর এওয়াজপুর গ্রামে হিজবুল্লার বাড়িতে যায় মেয়েটি।

এদিকে মেয়েটি বাড়িতে আসায় গা ঢাকা দিয়েছেন ওই যুবক। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহ (২০)’ এওয়াজপুর গ্রামের বাসিন্দা জুলফিকার আলী ভূট্রোর ছেলে। মেয়েটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় জুলফিকার আলী ভুট্রো কোন বক্তব্য দিতে রাজি হননি।

এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন বলেন, ঘটনাটি শুনেছি। মেয়েটির পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে মেয়েটির পরিবারকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর