রামপালে ভাষা শহীদদের স্মরণ

২১ ফেব্রুয়ারী ২০২২

বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাটের রামপালে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১শে ফেব্রুয়ারি) ৷ দিবসটি পালনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাতফেরী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়।

২১ ফেব্রুয়ারি (সোমবার) দিবসের প্রথম প্রহরে (রাত ১২ টায়) কেন্দ্রীয় শহীদ মিনারে রামপাল উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, রামপাল প্রেস ক্লাব, রামপাল থানা, রামপাল মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান  ও সামাজিকসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করে।  সকালে রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে বের হয় প্রভাতফেরী। অনুষ্ঠিত হয় শহীদ দিবসের আলোচনা সভা।

উপজেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নেন- রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউএনও মো. কবীর হোসেন, এসিল্যাণ্ড সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ৷  এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও দিবসটি পালন করা হয় ৷

অমিত পাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর