অনলাইনেই পরিশোধ করা যাবে জমির ই-নামজারির ফি

০২ নভেম্বর ২০২১

এখন থেকে অনলাইনেই  পরিশোধ করা যাবে জমির ই-নামজারির ফি। ফি পরিশোধ করলে দেয়া হবে কিউআর ((কুইক রেসপন্স) কোডযুক্ত অনলাইন ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট)। আর এ ডিসিআর  ব্যবহার করা যাবে ম্যানুয়াল পদ্ধতিতে দেয়া  ডিসিআরের মতোই। মঙ্গলবার ভূমি মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

জানা গেছে, ই-নামজারির জন্য আবশ্যিকভাবে কোর্ট ফি বাবদ ২০ ও নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে সংশ্লিষ্ট আবেদনকারীকে। আর রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি বাবদ এক হাজার এবং নামজারি খতিয়ান সরবরাহে প্রতি কপি বাবদ ১শ’ টাকা অনলাইনে জমা দিতে হবে। এক হাজার ১শ’  পরিশোধ করে কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করা যাবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর