সমালোচদের একহাত নিলেন পরীমনি

০২ নভেম্বর ২০২১

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। সম্প্রতি মাদককাণ্ড নিয়ে বেশ সমালোচিত হয়েছেন। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারও হতে হয় তাকে। রিমাণ্ডে থাকার পর কারাগারেও থাকতে হয়েছে।

 

সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে সমালোচনার জন্ম দিলেন পরীমনি। গত ২৪ অক্টোবর ছিল তার জন্মদিন। জন্মদিনে উদ্যোম নেচে নেটিজেনদের সমালোচনায় পড়েন তিনি। তার এবারের জন্মদিনের থিম কালার ছিল সাদা-লাল। তাই এ দুই রঙের মিশেলে ডিজাইন করা হয়েছিল অভিনেত্রীর পোশাক। বিমানবালা বেশে মাথায় ছিল সাদা-লাল টুপি, গায়ে ছিল লাল শার্ট। সঙ্গে কাছা দেয়ার ভঙ্গিতে পরেন সাদা লুঙ্গি। এই জন্মদিনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই শুরু হয় বিতর্ক। এক ফেসবুক পোস্টে তার প্রতিবাদও জানিয়েছেন এ নায়িকা।

 

ওই ফেসবুক পোস্টে পরীমনি লিখেন, এই যে আমি ‘গুনিন’-এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হইহুল্লোড়, সন্ধ্যা থেকে লেট নাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটা সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর