মান্নাতের মূল্য ২০০ কোটি টাকা

০৩ নভেম্বর ২০২১

বলিউডের কিং শাহরুখ খান ১৯৯৭ তার ইয়েস বস সিনেমার শুটিং করেছিলেন বর্তমান মান্নাতের সামনে। তখন বাড়িটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। তখন থেকেই বাড়িটিতে মন ধরে গিয়েছিল তার।

২০০১ সালে ভারতের গুজরাতের ব্যবসায়ী নরিম্যান দুবাসের সঙ্গে দেখা করেন শাহরুখ। বাড়িটি বিক্রি করার জন্য নরিম্যানকে রাজি করিয়েছিলেন তিনিই। অনেক দর কষাকষির পর ১৩ কোটি ৩২ লাখ টাকায় সেই ভিলা কেনেন তিনি।

বর্তমানে বাড়িটির মূল্য অন্তত ২০০ কোটি টাকা। ‘ভিলা ভিয়েনা’ নামই ছিল বাড়িটির ২০০১ থেকে ২০০৫ সাল এ চার বছর। পরবর্তীতে ২০০৫ সালে নাম বদলে ফেলেন শাহরুখ।

 আনন্দবাজার

 


মন্তব্য
জেলার খবর