মন্তব্য
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মিস সাউথ ইন্ডিয়ার শিরোপা জয়ী আনসি কবীর ও মিস কেরালা প্রতিযোগিতার রানার আপ অঞ্জনা শাহজাহান।
কেরালার ৬৬ নম্বর জাতীয় সড়কের ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
একসঙ্গে ভারতীয় দুই তারকা মডেলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে রাত দেড়টায় ।
নিউজ এইটটিন