আনন্দে আত্মহারা সুস্মিতা সেন

০৩ নভেম্বর ২০২১

পিসি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিশ্বসুন্দরী সুস্মিতা সেন।

ভাই রাজীব সেন এবং ভাইয়ের স্ত্রী চারু আসোপার প্রথম সন্তানের জন্মে আনন্দে আত্মহারা সুস্মিতা সামাজিক মাধ্যমে এ সুখবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, দীপাবলির আগে লক্ষ্মী এলো ঘরে। আজ সকালে পিসি হয়েছি আমি। চারু এবং রাজীবকে অভিনন্দন। আজ সকালে আমি পিসি হয়েছি! মেয়ে হয়েছে। সদ্যোজাতর ছবি দেওয়া বারণ, তাই নিজের ছবিই দিলাম।


মন্তব্য
জেলার খবর