বেড়েছে লেনদেন, মিশ্র প্রবণতা সূচকে

০৩ নভেম্বর ২০২১

আগের দিনের তুলনায় মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে- ১৯ কোটি ৭১ লাখ টাকা। তবে মিশ্র প্রবণতা দেখা গেছে সূচকে, সেই সঙ্গে দর কমেছে কার্যদিবসে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। শেয়ার লেনদেনে অংশ নেয়া মোট ৩৭৬টি কোম্পানির মধ্যে দর কমেছে ২০১টির,  বেড়েছে ১৪৭টির এবং অপরিবর্তিত থাকে বাকি ২৮টির।

দিন শেষে লেনদেন হয় এক হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ২৭৫ কোটি ৩৯ লাখ টাকা।

মঙ্গলাবর ডিএসইএক্স সূচক ৪৩ দশমিক ৬৮ পয়েন্ট কমে ছয় হাজার ৯৫৪ দশমিক ৩৫ পয়েন্টে, ডিএসইএস সূচক ছয় দশমিক ২৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৮ দশমিক ১৮ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৭৬ পয়েন্ট কমে দুই হাজার ৬০৫ দশমিক ৯৪ পয়েন্টে  অবস্থান করে।

লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত থাকে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) কোম্পানি লিমিটেড ও দর বৃদ্ধিতে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড শীর্ষে ওঠে আসে তালিকায়। ১২৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, দর বৃদ্ধি পায় ২২ দশমিক ৩১ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর