জেলহত্যা দিবস আজ

০৩ নভেম্বর ২০২১

জেলহত্যা দিবস আজ। ১৯৯৫ সালের আজকের এই দিনে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এ দিনটি।

 

চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। ১৫ আগস্টের পর এ ৪ জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দেশবাসী আজ দিবসটি পালন করবে। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচীর ঘোষণা দিয়েছে।

 

স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন বঙ্গবন্ধু। পাকিস্তানের সামরিক জান্তা সরকারের গয়ে জ্বালা শুরু হয়ে যায়। শুরু করে ষড়যন্ত্র। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকে।

 

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দাযিত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ। এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে নীতি ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর