রাজাপুরে হেফাজত নেতার বিরুদ্ধে চাচাতো ভাইয়ের সংবাদ সম্মেলন

১০ জানুয়ারী ২০২২

আবু সায়েম আকন, রাজাপুর (ঝালকাঠি):

ঝালকাঠির রাজাপুরে হেফাজত নেতা বেলায়েত হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার চাচাতো ভাই মাকসুদুর রহমান। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে বিচারাধীন মামলা এবং স্থানীয় সালিশ চলমান থাকা অবস্থায় জমি বিক্রির অভিযোগ আনা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে সোমবার সকাল ১১টার দিকে এ সম্মেলন হয়।

অভিযুক্ত বেলায়েত হোসেন হেফাজত ইসলাম বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজাপুর দারুল উলুম কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। আর মাকসুদুর রহমান হলেন উপজেলা সদরের বাইপাস এলাকার মৃত এসাহাক তালুকদারের ছেলে। সংবাদ সম্মেলনকালে তার সাথে ছিলেন ভাতিজা মো. ফয়জুল্লাহ, মুহিব্বুল্লাহ জারিফ, নাফিস মাহমুদ অয়ন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০২০ সালের ৩০ জানুয়ারি বেলায়েত হোসেন তার মাদ্রাসার ছাত্রদের নিয়ে ভুক্তভোগীর ৫ শতাংশ জমি দখল করে নেয়। এ নিয়ে বিরোধ শুরু হলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং-১৯৪/২০২০) হয়, মামলাটি এখনো বিচারাধীন। অথচ সেই জমিটি অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মাদ্রাসার দান-ছদকার টাকা মামলা পরিচালনার কাজে ব্যয় করছেন অভিযুক্ত। তার চাপে ভুক্তভোগী অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এদিকে অভিযুক্ত বেলায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এ রকম কোন ঘটনাই ঘটেনি। সমাজে হেয়প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে এমনটা করা হয়েছে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর