ক্ষমতার আস্ফালন বন্ধ করতে হবে

২২ ফেব্রুয়ারী ২০২২

শুধু স্লোগান আর নেতাগিরিতে কাজ হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ক্ষমতার আস্ফালন দেখিয়ে বিজয়ী হওয়া যায় না। তাই ক্ষমতার আস্ফালন বন্ধ করতে হবে। দেশের জনগণকে ভালোবাসতে হবে। নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। জেলার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ সম্মেলনে রাজধানী ঢাকায় থেকে ভার্চুয়ালি বক্তৃতা করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরও বলেন- জনগণ যাকে ভালোবাসে, তার স্লোগানের প্রয়োজন হয় না। বিএনপি ক্ষমতা থাকতে আস্ফালন করত, এখনো আস্ফালন করে। এখনো আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছে। আবারো সহিংসতার রাজনীতি ও আগুন সন্ত্রাস করতে চায় তারা। বিএনপির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অশান্তি করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে শক্ত জবাব দেওয়া হবে।

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনগণের সমর্থন হারিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের জানান, আসলে তাদের রাজনীতি খাদে পড়ে গেছে। তারপরও তারা ২৪ ঘণ্টাই আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার করে। আর নির্বাচন যতো সামনে আসে, ততই বেশি অপপ্রচার চালায়।

দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে দলের নেতাকর্মীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচনে যারা দলের বিরুদ্ধে  বিদ্রোহের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও ঐক্য বিনষ্ট করেছেন; সরকারের উন্নয়নকে ম্লান করেছেন- তাদের সবারই তালিকা হয়েছে। সবাইকে তাদের কর্মফল ভোগ করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর