সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান

০৩ নভেম্বর ২০২১

সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়েছে পাকিস্তান। আর এ জয়ের ফলে সেমিফাইনালে খেলা নিশ্চিত হলো তাদের। এর আগে ইংল্যান্ডও সেমিফাইনালের টিকিট কেটেছে। তবে বিদায় নিয়েছে বাংলাদেশ।

 

প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দুজনে মিলে করেন ১১৩ রান। মাত্র ৮৬ বল খেলে এ অনবদ্য জুটি গড়েন তারা। ম্যাচের নির্ধারিত ওভার অবদি খেলে ১৮৯ রান করে ইমরান খানের উত্তরসূরীরা।

 

দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। ৫০ বলে ৮ চারের মার ও ৪ ছয়ের মারে এ রান করেন তিনি। এছাড়া ফখর জামান ৫ ও মোহাম্মদ হাফিজ ৩২ রান করেন। নমিবিয়ার জেভিড ওয়াইজেস ও ফ্রাইলিঙ্ক ১টি করে উইকেট নেন।

 

জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রানে থামে নমিবিয়ার ইনিংস। ক্রেইগ উইলিয়ামস ও ডেভিড উইসের ব্যাটে কিছুটা লড়াই করলেও পাকিস্তানি বোলিংয়ের সামনে তা যথেষ্ট ছিল না। যাতে মাত্র পাঁচটি উইকেট হারালেও ১৪৪ রানেই থেমে যায় এবারের বিশ্বকাপে চমক দেখানো নামিবিয়া। ফলে ৪৫ রানের বড় জয় পায় পাকিস্তান।

 

দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে উইলিয়ামসের ব্যাট থেকে। আর ৩১ বলে ৪০ রানের অপরাজিত ছিলেন ডেভিড উইসে। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট লাভ করেন হাসান আলী, ইমাদ ওয়াসিম, হারিস রউফ ও শাদাব খান। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

 

আরআই


মন্তব্য
জেলার খবর