ভোলায় ৩ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

০৩ নভেম্বর ২০২১

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলার চরফ্যাশনের ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্য পদে ৩শ’ ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোয়নপত্র দাখিলের শেষদিন মঙ্গলবারের মধ্যে তারা মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৭জন এবং সাধারন সদস্য পদে ২শ ২০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন। ৪ নভেম্বর (বৃহষ্পতিবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১২ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।  এর আগে তৃতীয় ধাপে এসব ইউনিয়নের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ইউনিয়ন ৭টি হলো- রসুলপুর, কুকরী-মুকরী, চর মানিকা, আব্দুল্লাহপুর, আবুবকরপুর, অধ্যক্ষ নজরুল নগর ও ওসমানগঞ্জ। চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিলকারীরা হলেন- রসুলপুরে জহিরুল ইসলাম পন্ডিত,  কুকরী-মুকরীতে অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চর মানিকায় শফিউল্যাহ হাওলাদার, আব্দুল্লাহপুরে মোহাম্মদ আল এমরান, আবুবকরপরে সিরাজুল ইসলাম জমাদার, অধ্যক্ষ নজরুল নগরে রুহুল আমিন হাওলাদার ও ওসমানগঞ্জে ইউপিতে আশরাফুল আলম। তারা সবাই আওয়ামলীগ মনোনীত প্রার্থী।  স্বতন্ত্র প্রার্থী হলেন- কুকরী-মুকরীতে মোহাম্মদ কবির হোসেন ও মোহাম্মদ মহিবুল্যাহ, আব্দুল্লাহপুরে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পদক ইসমাইল হোসেন রাসেল, ইউনিয়ন আ’লীগের সাবেক সহ-সভাপতি আকতার হোসেন উকিল, ৫নং ওয়ার্ড আ’লীগের সহসভাপতি নাজিম উদ্দিন মুন্সি, ইউনিয়ন মহিলা আ’লীগের সদস্য হোসনেয়ারা বেগম এবং ইউনিয়ন আ’লীগের সাবেক সদস্য শিরিনা আকতার, ওসামানগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম মোল্লা এবং ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলমগীর হোসেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হলেন- রসুলপুরে মো. শাহজাহান, আব্দুল্লাহপুরে মাও. মো. সামছল হক, আবুবকরপুরে আব্দুল কাইয়ুম, ওসমানগঞ্জে মো. নিজাম উদ্দিন এবং নজরুল নগরে মো. ছালাউদ্দিন। চর মানিকায় চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী শফিউল্লাহ হাওলাদার ছাড়া  আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।

এমকে


মন্তব্য
জেলার খবর