৪ বছর আগে তালাকপ্রাপ্ত নারীর সন্তান প্রসব, প্রতিবেশির নামে মামলা

০৩ নভেম্বর ২০২১

 

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

বিয়ে বিচ্ছদ হয়েছে চার বছর আগে। তখন থেকেই তিন সন্তান নিয়ে অবস্থান করছেন নিজের বাবার বাড়িতে। এর মধ্যে গেল ১১ অক্টোবর কন্যা সন্তান প্রসব করেন। আর এ ঘটনায় প্রতিবেশি এক ব্যক্তির নামে মামলা করেছেন প্রসূতির বাবা। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর গ্রামে। তালাকপ্রাপ্তির দীর্ঘদিন পর সন্তান প্রসবের এ ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এলাকায়।

মঙ্গলবার রাতে রাজাপুর থানায় মামলাটি হয়। মামলার আগেই ও সন্তান প্রসবের পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। তার নাম উত্তম কুমার শীল, উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর গ্রামের নগেন চন্দ্র শীলের ছেলে তিনি।

এজাহার সূত্রে জানান গেছে, বাবার বাড়িতে থাকায় উত্তম কুমার শীলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রতিবন্ধী ওই নারীর। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। সন্তান প্রসবের পর উত্তম কুমার শীলের স্বজনরা মীমাংসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। কিন্তু সমাধান না হওয়ায় ন্যায় বিচার পেতে এবং নবজাতকের পিতৃপরিচয়ের জন্য মামলা করেন ওই নারীর বাবা। রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

আবু সায়েম আকন/এমকে

 


মন্তব্য
জেলার খবর